শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩
নিজস্ব প্রতিবেদক: নগরীতে এক শিশুকে (১৪) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ৫ সেপ্টেম্বর আগ্রাবাদ এলাকা থেকে সীতাকুণ্ড থানায় নিয়ে যাওয়ার পর ওই শিশুর ওপর যৌন নির্যাতন চালায় অভিযুক্তরা।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. মেহেদী হাসান মুন্না (১৯), সাকিব (২১) ও মো. হাসান তারেক (৪০)।
ঘটনাটি গত ৫ সেপ্টেম্বর ঘটলেও বুধবার (১৫ সেপ্টেম্বর) রাতে নগরের ডবলমুরিং থানায় মামলা দায়েরের পর পুলিশ ঘটনাটি জানতে পারে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রেপ্তারের তথ্যটি নিশ্চিত করেছেন ডবলমুরিং জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মো. আরিফ হোসেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভাবির সঙ্গে শিশুটি আগ্রাবাদে চিকিৎসকের কাছে যাচ্ছিল। পথে ফুটপাতে পথচারীদের প্রচণ্ড চাপের কারণে ভাবিকে হারিয়ে ফেলে সে।
মুন্না তাকে আগ্রাবাদ সিঅ্যান্ডএফ টাওয়ারের সামনে খুঁজে পেয়েছিল এবং তাকে বাসস্থান খুঁজে পেতে সাহায্য করার আশ্বাস দিয়েছিল। পরে মেয়েটিকে কৌশলে সিএনজিতে করে সীতাকুণ্ড উপজেলার কালু শাহ মাজার এলাকার বাড়িতে নিয়ে যায়। সেখানে তিনজন মিলে ওই শিশুকে ধর্ষণ করে। পরে আবার তাকে নগরে নামিয়ে দিয়ে যায় মুন্না।
এমআই/চখ