chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

পয়ঃনিষ্কাশনে সমন্বিত প্রচেষ্টা চান মেয়র

নিজস্ব প্রতিবেদক: নগরের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা কার্যকরে সেবা প্রতিষ্ঠানকে সমন্বিত চিন্তা-চেতনার প্রতিফলন ঘটাতে আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।

তিনি বলেন, কোন রকম অবকাঠামোগত উন্নয়ন ও সংস্কার দিয়ে পয়ঃনিষ্কাশন সম্ভব নয়। এক্ষেত্রে সেবাটাই গুরুত্বপূর্ণ। সকল সেবা সংস্থাগুলোকে বাস্তব প্রতিফলন ঘটাতে হবে।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) চসিকের অস্থায়ী কার্যালয়ে পানি ও স্যানিটেশনের উদ্যোগে আয়োজিত কর্মশালায় মেয়র এসব কথা বলেন। ২০৩০ সালের মধ্যে নগরের পয়ঃনিষ্কাশনে করণীয় ঠিক করতে চসিক এই পরিকল্পনা হাতে নিয়েছে।

পরিকল্পনা করে সব কিছু বাস্তবায়ন সম্ভব নয় জানিয়ে মেয়র বলেন, এক্ষেত্রে সকলের সহযোগিতা ও নাগরিক সচেতনতা প্রয়োজন। নগরের অবকাঠামোগত অবস্থা বিবেচনায় নিয়ে পরিকল্পনা সাজাতে হবে। এটি করতে পারলে প্রকল্প বাস্তবায়নে ভোগান্তির সম্ভাবনা থাকে না।

চট্টগ্রামের পাহাড়, নদী, সাগরের মনোরম প্রাকৃতিক সৌন্দর্য্যকে সুরক্ষিত রেখে সেবা সংস্থাকে উন্নয়ন পরিকল্পনা সাজানোর আহ্বান চসিক মেয়র।

আরকে/এমআই

এই বিভাগের আরও খবর