chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বন্দরে দুই কন্টেইনার বিদেশি সিগারেট আটক

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বন্দরে চীন থেকে মিথ্যা ঘোষণায় আমদানি করা দুই কনটেইনার বিদেশি সিগারেট আটক করেছে কাস্টম হাউস কর্তৃপক্ষ।

আলমগীর অ্যান্ড সন্স লিমিটেড নামে চট্টগ্রামের হালিশহরের সিঅ্যান্ডএফ এজেন্ট এর দায়িত্বে কন্টেইনার দুটি খালাসের কথা ছিল। ২০ ফুট দীর্ঘ কনটেইনার দুইটি আজ বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) চট্টগ্রাম বন্দরের ১ নম্বর ইয়ার্ডে খোলা হয়।

এসময় মিথ্যা ঘোষণায় পণ্য আমদানির বিষয়টি চট্টগ্রাম কাস্টম হাউস কর্তৃপক্ষের কাছে ধরা পড়ে। কুমিল্লা ইপিজেডের বাংলাদেশ টেক্সটাইল অ্যান্ড কেমিক্যাল ফাইবার লিমিটেড ডায়েড ওভেন কটন ফেব্রিক্স’ আমদানির ঘোষণা দিয়ে সিগারেটের চালান আনা হয়।

দুই কন্টেইনার বিদেশি সিগারেটের চালান জব্দের তথ্যটি নিশ্চিত করেছেন কাস্টম হাউসের অডিট, ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর) শাখার সহকারী কমিশনার রেজাউল করিম। তবে কী পরিমাণ সিগারেট জব্দ করা হয়েছে তাৎক্ষণিক তা জানাতে পারেননি এ কর্মকর্তা।

আরএস/এমআই

এই বিভাগের আরও খবর