ফুটপাত ও সড়ক দখল, জরিমানা-মামলা
নিজস্ব প্রতিবেদক: সড়ক ও ফুটপাত দখল করে পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটানোয় ১০ ব্যক্তিকে মামলাসহ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) নগরের চাঁন্দগাও থানা এলাকায় অভিযান চালান চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস।
নগরের কামাল বাজার ও কাজীরহাট এলাকার আরকান রোডে অভিযান চালিয়ে ৭ ব্যক্তিকে মামলাসহ ২০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।
অপরদিকে মেহেদীবাগ রোডে অভিযান চালিয়ে ৩ ব্যক্তিকে জরিমানার পাশাপাশি ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় চসিকের সংশ্লিষ্ট কর্মকর্তা ছাড়াও আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা উপস্থিত ছিলেন।
আরএস/এমআই