ফ্যানের সুইচ বন্ধ করতে গিয়ে প্রাণ গেল শ্রমিকের
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের কর্ণফুলীতে নিজ ঘরের ফ্যানের সুইচ বন্ধ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন মোহাম্মদ মান্নান (৩১) নামে এক শ্রমিক। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানা যায়, আজ বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা হাবিলদার বাড়িতে ফ্যান বন্ধ করতে সুইচে চাপ দেন আব্দুল শুক্কুরের ছেলে মোহাম্মদ মান্নান।
এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছটফট করতে দেখে মান্নানের বাবা শুক্কুর ঘরের মেইন সুইচ বন্ধ করে ছেলেকে উদ্ধার করেন এবং দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মান্নানকে মৃত ঘোষণা করেন।
তথ্যটি নিশ্চিত করেছেন আব্দুল মান্নানের বাবা আব্দল শুক্কুর। তিনি বলেন, তার ছেলে এস আলম সিমেন্ট কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন। পুত্র হারিয়ে পুরো পরিবারে শোকের ছায়া নেমে আসে।
আরএস/এমআই