বাঘিনী শুভ্রার কোলজুড়ে নতুন অতিথি, বেড়ে উঠছে ছাগলের দুধে
নিজস্ব প্রতিবেদক: বিরল প্রজাতির সাদা বাঘ শুভ্রাকে ঘিরে দর্শনার্থীদের আগ্রহ ছিল বরাবরই। সেই সাদা বাঘ শুভ্রার কোলজুড়ে এসেছে নতুন অতিথি। জন্ম নেওয়া শাবকটি মায়ের মতো না হয়ে হলুদ-কালো ডোরাকাটা আকৃতি পেয়েছে।
চিড়িয়াখানার কিউরেটর ডা. শাহাদাত হোসেন নিজের হেফাজতে রেখে মেয়ে শাবকটিকে পরিচর্যার দায়িত্ব নিয়েছেন। গত ২৬ আগস্ট জন্ম নেওয়া শাবকটি বেড়ে উঠছে ছাগলের দুধে।
ডা. শাহাদাত হোসেন জানান, অনেক সময় জন্মের পর মা বাঘের আচরণে বেশ কিছু পরিবর্তন আসে। নিজের সন্তানকে সহ্য করতে পারে না। হিংস্র হয়ে উঠে। তাকে আলাদা রেখে পরিচর্যা করতে হয়। শুভ্রার আচরণে এমন দেখা গেছে। এখন আমাদের কাছে রেখে শাবকটিকে দেখভাল করা হবে। ছয় মাস পর চিড়িয়াখানায় ছেড়ে দিব।
২০১৬ সালের ডিসেম্বরে চিড়িয়ানা কর্তৃপক্ষ আফ্রিকা থেকে রাজ ও পরি নামের বাঘ দম্পতি নিয়ে আসে। জন্ম নেওয়া মেয়ে শাবকটির ওজন বর্তমানে ১ কেজি ৯০০ গ্রামের কাছাকাছি। ভূমিষ্ঠের পর কয়েকদিন শাবকটি শারীরিকভাবে দুর্বল ছিল। শাবকটি দৈনিক নিয়ম করে ৬ বার ৬ মিলিমিটার ছাগলের দুধ পান করছে।
আরকে/এমআই