chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

নানার বাড়িতে বিদ্যুৎস্পৃষ্টে দশম শ্রেণির ছাত্রের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কবিরহাট পৌরসভা এলাকায় নানার বাড়ি বেড়াতে এসে বিদ্যুৎস্পৃষ্টে সাজ্জাদ হোসেন রিফাত (১৭) নামে এক কিশোরের  মৃত্যু হয়েছে।

নিহত সাজ্জাদ হোসেন রিফাত সুবর্ণচর উপজেলার ৫ নং চরজুবিলী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বানুর বাপেরগো বাড়ির মোহাম্মদ আবদুল্যাহ ফারুকের ছেলে। সে স্থানীয় শহীদ জয়নাল আবেদিন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

বৃহস্পতিবার  (১৬ সেপ্টেম্বর)  সকাল ১০টার টার দিকে কবিরহাট পৌর সভার ৪ নম্বর ওয়ার্ডের নুর নবীর বাড়িতে  এ দুর্ঘটনা ঘটে।

পারিবারিক সুত্রে জানা যায়,  গত ৩-৪ দিন আগে তার নানার সাথে নানার বাড়িতে বেড়াতে যান। সকালে ঘুম থেকে উঠে ঘরের পাশ দিয়ে মুখ দোয়ার জন্য পুকুরে যাওয়ার সময় ঘরের টিনে হাত লাগলে বিদুৎস্পৃষ্টে সে অচেতন হয়ে পড়ে। অচেতন অবস্থায় তার নানা তাকে উদ্ধার করে কবির হাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া জানান, এ ব্যাপারে নিহতের পরিবার থানায় অবহিত করেনি। এ বিষয়ে খোঁজ খবর নিয়ে দেখছি।

জেএইচ/চখ

এই বিভাগের আরও খবর