chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৪

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়েছে ছাত্রলীগের দুইটি পক্ষ। এতে আহত হয়েছেন অন্তত ৪ জন।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে আলভী নামের এক ছাত্রলীগ কর্মীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চকবাজার থানার ওসি মো. ফেরদৌস জাহান বলেন, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়ের করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।

কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুভাষ মল্লিক সবুজ বলেন, হঠাৎ করেই মাহমুদুল করিমের নেতৃত্বে আমাদের নেতা-কর্মীর ওপর হামলা চালানো হয়। এতে ৪ জন আহত হয়েছে।

সভাপতি মাহমুদুল করিমের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও কোনও সাড়া পাওয়া যায়নি।

এসএএস/জেএইচ/চখ

এই বিভাগের আরও খবর