chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে করোনা শনাক্ত বেড়েছে, মৃত্যু ২

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় নগরীর ২ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত চট্টগ্রামে করোনায় মারা গেছেন মোট ১ হাজার ২৭৯ জন, এর মধ্যে ৭০৬ জন নগরীর ও ৫৭৩ জন উপজেলার বাসিন্দা।

গত ২৪ ঘণ্টায় এক হাজার ৭৫৩ জনের নমুনা পরীক্ষা করে করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন ১১২ জনের, নতুন শনাক্তদের মধ্যে ৭৬ জন নগরীর ও ৩৬ জন উপজেলার বাসিন্দা।

আজ বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, চট্টগ্রামে এ পর্যন্ত ১ লাখ ১ হাজার ১৩১ জনের করোনা শনাক্ত হয়েছে, এর মধ্যে ৭৩ হাজার ২৯৪ জন নগরীর ও ২৭ হাজার ৮৩৭ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।

জানা গেছে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৭ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ১৫ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৪৭ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ১৯ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ১ জন ও শেভরন হাসপাতাল ল্যাবে ১ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১ জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ১ জন, ইপিক হেলথ কেয়ার ল্যাবে ৯ জন ও অ্যান্টিজেন টেস্টে ১ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

এসএএস/নচ

এই বিভাগের আরও খবর