হাওলাদার এজেন্সী ডোর এন্ড ফার্নিচার কমপ্লেক্সের উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এক্সেস রোডস্থ তাসফিয়া কমিউনিটি সেন্টার সংলগ্ন হাওলাদার ফার্নিচার’র শোরুম উদ্বোধন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এটি উদ্বোধন করেন।
এসময় তিনি বলেন, যুগের সাথে তাল মিলিয়ে মানুষের চাহিদা,রুচির দিন দিন পরিবর্তিত হচ্ছে। গ্রাহকের চাহিদা রুচির এই পরিবর্তনকে বিবেচনায় রেখে ফার্নিচার প্রস্তুতকারী প্রতিষ্ঠান নিত্য নতুন ডিজাইনে আসবাবপত্র তৈরি করে যাচ্ছে। হাওলাদার ফার্নিচার গ্রাহকের চাহিদা ও রুচির বিষয়টি সামনে রেখে ফার্নিচার জগতে কৃতিত্বের স্বাক্ষর রাখবে বলে আশা রাখি।
এসময় কাউন্সিলর নাজমুল হক ডিউক, আবদুল মান্নান হাওলাদার, সাবেক কাউন্সিলর এরশাদ উল্লাহ,বেলাল আহমেদ,রায়হান ইউসুফসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এমআই/চখ