টিনুর নগদ টাকা ৯০ হাজার, আছে দুই মামলা
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডের উপ-নির্বাচনে অংশ নেওয়ার আগে সম্পদের হিসাব জমা দিয়েছেন কিশোর গ্যাং এর গডফাদার হিসেবে অভিযুক্ত মো. নুর মোস্তফা টিনু। হলফনামায় তিনি উল্লেখ করেছেন, তার কোনো দায়-দেনা ও চাষযোগ্য জমি ও বাড়ি নেই।
দাখিল পাশ করা টিনুর বিরুদ্ধে রয়েছে দুইটি মামলা। অব্যাহতি পেয়েছেন তিনটি মামলায়। এর মধ্যে দুটি ছিল অস্ত্র আইনের মামলা।
হলফনামায় দেখা যায়, তিনি পেশায় একজন ব্যবসায়ী। ব্যবসা থেকে তার আয় ২ লাখ ৫০ হাজার টাকা এবং ফার্ম হতে প্রাপ্ত লভ্যাংশ পান ১ লাখ ৫০ হাজার টাকা। অস্থাবর সম্পত্তিতে তিনি উল্লেখ করেছেন তার হাতে নগদ ৯০ হাজার টাকা রয়েছে।
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে আছে ৭ লাখ ১০ হাজার টাকা, পোস্টাল, সেভিংস, সার্টিফিকেটসহ বিভিন্ন ধরণের সঞ্চয়পত্র স্থায়ী আমানতে বিনিয়োগ করেছেন ২৪ লক্ষ ৫৫ হাজার ৩২৮ টাকা। বিয়ের সময় পেয়েছেন ১৫ তোলা।
স্থাবর সম্পদে কেডিএনআই ডিস নেটওয়ার্কে যৌথ বিনিয়োগে ১০ লাখ টাকা বিনিয়োগ করেছেন। কিছু গৃহস্থালি আসবাবপত্র রয়েছে।
আরকে/এমআই