chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

পটিয়ায় পুকুরে ডুবে দেড় বছর বয়সী শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : পটিয়ায় পুকুরে ডুবে মোহাম্মদ ফয়সাল নামের দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৯টায় পটিয়া পৌরসভা ৯ নম্বর ওয়ার্ড গোবিন্দারখীল গ্রামে আবদুল হাকিম রানা’র বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

শিশু ফয়সাল পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী মাহবুবুল রহমানের নাতি ও প্রবাসী গিয়াস উদ্দীনের ছেলে।

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রাজীব দে জানান, পটিয়া পৌরসভা ৯ নম্বর ওয়ার্ড গোবিন্দারখীল গ্রামের শিশু ফয়সালকে হাসপাতালে আনার আগে তার মৃত্যু হয়েছে।

নিহত শিশুর পরিবার জানায়, সকালে ঘরের কাজে সবাই ব্যস্ত ছিল। এক সময় শিশু ফয়সাল ঘর থেকে হেঁটে বেরিয়ে যায়। এক পর্যায়ে অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পেছনের পুকুরে তাকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এসএএস/এমআই

এই বিভাগের আরও খবর