chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

নাসিরের আশা, বাংলাদেশ বিশ্বকাপ জিতবে

খেলা ডেস্ক: দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আগামী মাসেই শুরু হবে ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণের এ বৈশ্বিক আসর। বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের ভক্ত-সমর্থকদেরও আগ্রহের কমতি নেই।

এদিকে বাংলাদেশ দলের সমর্থক হিসেবে ক্রিকেটার নাসির হোসেন চান, বিশ্বকাপ শিরোপা যেনো দেশেই আসে। শুধু তাই নয়, বাংলাদেশ বিশ্বকাপ জিতলেও তা অসম্ভব হবে না বলে মনে করেন নাসির।

বুধবার (১৫ সেপ্টেম্বর) মিরপুরের বিসিবি একাডেমি ভবনের সামনে বিশ্বকাপে বাংলাদেশ দলের সম্ভাবনার বিষয়ে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকাপে নাসির বলেন, ‘আমি তো চাইবো বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ জিতুক। এটা ডিপেন্ড করে আসলে। আপনি এভাবে বলতে পারেন না কতটুকু যাওয়ার সম্ভাবনা আছে।’

তিনি বলেন, ‘খেলা হচ্ছে ১২০ বলের। তো ঐ ১২০ বল যারা ভালো খেলবে, ঐ দিনটা যাদের ভালো থাকবে, তারাই রেজাল্ট করবে। বাংলাদেশ যদি বিশ্বকাপ জেতে, আমার মনে হয় না এটা অসম্ভব কিছু হবে।’

নাসির বলেন, ‘টি-টোয়েন্টি এমন একটা খেলা, যেখানে বড় দল আর ছোট দলের ব্যবধানটা অনেক কম থাকে। আমি বিশ্বাস করি বাংলাদেশ যদি ব্যাটিং-বোলিং-ফিল্ডিং ভালো করে আর ভুল কম করে, তাহলে জেতার চান্স অনেক বেশি।’

বিশ্বকাপ দলে ফিনিশিংয়ের দায়িত্বে থাকা আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, শামীম পাটোয়ারীদের ওপর পূর্ণ আস্থার কথা জানিয়েছেন নাসির।

তার ভাষ্য, ‘অবশ্যই তারা সামর্থ্যবান। তা না হইলে এই জায়গাটায় থাকতো না। সবচেয়ে বড় কথা হচ্ছে, টি-টোয়েন্টিতে খেলে হচ্ছে দুইটা প্লেয়ার, ৬-৭ নম্বরে যারা ব্যাটিং করবে তাদের কিন্তু ভূমিকা কম। যারা টপঅর্ডারে ব্যাটিং করবে তাদের ভূমিকাটা অনেক বেশি।’

‘আমার মনে হয় যে, যে টিম হয়েছে অনেক ভালো দল হয়েছে। অবশ্যই সবাই ক্যাপেবল। ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি যে টি-টোয়েন্টিতে আমরা ভালো রেজাল্ট করবো।’

এমআই/চখ

এই বিভাগের আরও খবর