বোয়ালখালীতে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের বোয়ালখালীতে পুকুরে ডুবে অভয় দেব নামের এক দেড় বছর বয়সী শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার কানুনগোপাড়া মনা সওদাগরের বাড়ি এ ঘটনা ঘটে।
নিহত অভয় ওই এলাকার তাপস দেবের ছেলে। নিহতের পিতা তাপস দেব জানান, পরিবারের অজান্তে অভয় পুকরে পড়ে যায়। তাকে উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার বিপ্লব চৌধুরী বলেন, অভয় নামের একটি শিশুকে স্বজনরা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেছেন।
জেএইচ/চখ