chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

নোয়াখালীতে মুজিব শতবর্ষ উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতা

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কবিরহাট উপজেলায় মুজিব শতবর্ষ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসব্যাপী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকালে কবিরহাট উপজেলা অডিটোরিয়াম কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার হাসিনা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান।

মুজিব শতবর্ষ উপলক্ষে মাসব্যাপী বিতর্ক প্রতিযোগিতা স্কুল পর্যায়ে প্রথম স্থান অর্জন করে কবিরহাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ পর্যায়ে চাপরাশির হাট ইসমাইল কলেজ। এ সময় প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।

এসময় আরও উপস্থিত ছিলেন, কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল জক রায়হান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল আমিন রুমি প্রমূখ।

জেএইচ/চখ

এই বিভাগের আরও খবর