চমেকের নালায় মিলল দুই নবজাতকের মরদেহ
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের প্রধান গেইটের পাশের একটি নালা থেকে দুইটি নবজাতকের মরদেহ উদ্ধারের খবর দিয়েছে পুলিশ। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকাল নয়টার দিকে মরদেহ উদ্ধার শেষে হাসপাতালের মর্গে নিয়ে আসা হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই মো. আলাউদ্দীন তালুকদার চট্টলার খবরকে এর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রতিদিনের মধ্যে হাসপাতালের আঙিনায় কাজ করছিলেন পরিচ্ছন্ন কর্মীরা। ওই সময় হাসপাতালের প্রধান গেইটের পাশের একটি নালায় দুইটি মরদেহ দেখতে পান। এরপর বিষয়টি কর্তৃপক্ষকে জানানোর পর হাসপাতালে মর্গে মরদেহ নিয়ে যায়।পাঁচলাইশ থানা ঘটনা যাচাই-বা্ছাই করছে।
আরকে/জেএইচ/চখ