প্রয়াত সাংবাদিক দিদারের পরিবার পেলো ১০ লাখ টাকার চেক
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের প্রয়াত সিনিয়র ফটো সাংবাদিক দিদারুল আলমের পরিবার পেয়েছে ১০ লাখ টাকার অনুদানের চেক। যেটির মাধ্যমে সাংবাদিক দিদারের মেয়ের পড়াশোনার খরচের নিশ্চয়তা পাওয়া গেল।
রবিবার (১২ সেপ্টেম্বর) বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে এই চেক তুলে দেয়া প্রয়াতের মেয়ে সামান্তা দিদার দীঘি ও তাঁর মায়ের হাতে। পিতৃহারা এই সাংবাদিক কন্যার ভবিষ্যত নিরাপত্তায় সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার জন্য সিইউজের পক্ষ থেকে বসুন্ধরা গ্রুপকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছে নেতৃবৃন্দ।
গত ১৯ আগস্ট বাংলাদেশ প্রতিদিন চট্টগ্রাম অফিসে কর্মরত, সিনিয়র ফটো সাংবাদিক দিদারুল আলম ইন্তেকাল করেন।তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ্য ছিলেন।
এসএএস/জেএইচ/চখ