থানচিতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার
ডেস্ক নিউজ : বান্দরবান জেলার থানচি উপজেলায় বড় পাথর এলাকার সাঙ্গু নদীতে নিখোঁজ হওয়া পর্যটক ফজলে এলাহীর (২৬) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (১২ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে বড় পাথর এলাকার কিছু দূরে নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত ফজলে এলাহী ফয়সাল (২৬) ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পূর্ব মেরাসানির বাসিন্দা।
বিকালে বড় পাথর এলাকায় তার লাশ ভেসে উঠলে পুলিশে খবর দেয় স্থানীয়রা।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ১০-১২ জনের একদল পর্যটক বড় পাথর এলাকায় বেড়াতে যান। শনিবার গোসল করতে পানিতে নেমে ফয়সাল ডুবে যান। পরে পুলিশ ও বিজিবি এবং স্থানীয়রা তাকে খুঁজে পায়নি। পরে রোববার তার লাশ ভাসতে দেখে স্থানীয়রা।
থানচি থানার ওসি সুদীপ রায় বলেন, নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে। প্রবল পানির স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হন তিনি। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এসএএস/নচ