দ্বিতীয় বিয়ে সারলেন মাহি
ডেস্ক নিউজ: মাহমুদ পারভেজ অপুর সাথে ডিভোর্স হওয়ার পর ফের বিয়ে করেছেন নায়িকা মাহিয়া মাহি। গাজীপুরের রাজনীতিক ও ব্যবসায়ী রাকিবকে বিয়েও করেছেন তিনি।
মাহি ১৩ সেপ্টেম্বর রাত সাড়ে ১২টায় কাবিননামায় স্বাক্ষর করার এক ছবি পোস্ট করে জানান, তিনি বিয়ে করেছেন ১৩ সেপ্টেম্বর।
নায়িকা তার পোস্টে লেখেন, ‘আলহামদুলিল্লাহ। আজ ১৩/০৯/২১ ইং ১২.০৫ মি. আমাদের বিবাহ সম্পন্ন হলো।’
আগের সব খবর গুজব ছিলো দাবি করে মাহি লেখেন, ‘এর আগের সব কথা আসলেই গুজব ছিলো। সবাই আমাদের জন্য দোয়া করবেন এটাই একমাত্র চাওয়া।’
এর আগে মাহমুদ পারভেজ অপু নামে সিলেটের এক ব্যবসায়ীকে বিয়ে করেছিলেন মাহি। চলতি বছরে তাদের ডিভোর্স।