আকবরশাহ ইয়াছিন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড ইউসুফ গ্রেফতার
দেশিয় অস্ত্র উদ্ধার
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরীতে বিশেষ অভিযান চালিয়ে ১৮ মামলার আসামী মোহাম্মদ ইউসুফকে (৩০) গ্রেফতার করেছে থানা পুলিশ। তার কাছ থেকে একটি উদ্ধার করা হয়েছে।
গত শনিবার (১১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় পাঁচলাইশ থানাধিন হিলভিউ আবাসিক এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে।
গ্রেফতার ইউসুফ ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার চতরা এলাকার বাসিন্দা আব্দুল কাশেমের ছেলে বলে জানা গেছে।
তথ্যটি নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ। তিনি বলেন শনিবার গোপন সূত্রের খবরে অভিযান চালিয়ে চাকুসহ আকবরশাহ এলাকার ইয়াছিন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড ইউসুফকে গ্রেফতার করা হয়েছে।
ইউসুফের বিরুদ্ধে ১৮টি মামলা রয়েছে জানিয়ে আজ রবিবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করার তথ্য দেন ওসি আবুল কালাম আজাদ।
জেএইচ/চখ