খাগড়াছড়িতে এক বাসদ নেতার মরদেহ উদ্ধার
চট্টলা ডেস্ক: খাগড়াছড়িতে বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) নেতা কমরেড জাহেদ আহমেদ টুটুলের মরদেহ উদ্ধার করা হয়েছে।মাটিরাঙ্গা উপজেলার সাফমারা এলাকার একটি সেতুর নিচ থেকে আজ রোববার দুপুরে তার মরদেহ উদ্বার করা হয় ।
জাহেদ আহমেদ টুটুল (৬০) বাসদের (শুভ্র অংশ) কেন্দ্রীয় পর্যায়ের নেতা ছিলেন বলে জানা যায়।
কমরেড টুটুলের ঘনিষ্টজন এবং ব্যবসায়ী পলাশ চৌধুরী জানান, শনিবার দিনের বেলা টুটুল তার আরেক রাজনৈতিক সহকর্মী ডা. সুশান্ত বড়ুয়াকে সঙ্গে নিয়ে খাগড়াছড়ি শহরে যান।পরে সন্ধ্যার দিকে নিজের মোটরসাইকেলে করে তিনি একা মাটিরাঙার উদ্দেশে রওনা হন। কিন্তু অনেক রাতেও বাসায় না ফেরায় তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হয়।
মাটিরাঙ্গা থানার ওসি মো. আলী জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে দুর্ঘটনা বলে মনে হচ্ছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
জেএইচ/চখ