chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বাংলাদেশ ব্যাংকের সীমানা প্রাচীরের দেয়াল ধস

আহত ৭

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংকের (আঞ্চলিক কার্যালয়) সীমানা প্রাচীরের দেয়াল ধসে ৭ জন আহত হয়েছেন। যাদের অধিকাংশ ছিলেন হকার। এর মধ্যে দুইজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। 

রোববার (১২ আগস্ট) দুপুর সাড়ে ১২ দিকে নগরের নিউ মার্কেট এলাকায় ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের এ ঘটনা ঘটে।

আহতরা হলেন – সেন্টু মোহাম্মদ, মো. সেলিম, দীপক ধর, পলাশ ও বেলাল। তবে গুরুত্বর আহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে আহতদের ভর্তি করা হয়েছে।

জানা যায়, বাংলাদেশ ব্যাংকের ভেতরে একটি কাভার্ড ভ্যান পার্কিং টার্ন নেওয়ার সময় সীমানা দেয়ালে আঘাত করে। আঘাতে দেয়াল ধসে ফুটপাতে গিয়ে পড়ে। ওই সময় দেয়ালের ভাঙ্গা অংশ ফুটপাতে বসে থাকা হকার ও পথচারিদের ওপর পড়ে।

ঘটনার পর ফায়ার সার্ভিস ও কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যায়।

হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশিক চট্টলার খবরকে বলেন, আহতদের হাসপাতালের ২৮ ও ৩৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর মধ্যে দুইজনের অবস্থা গুরুতর।

আরকে/জেএইচ/চখ

এই বিভাগের আরও খবর