chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে ৫৩ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৩

ডেস্ক নিউজ: গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ১১৮টি নমুনা পরীক্ষা করে ৫৩ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৩ জনের।

রোববার (১২ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ১১৮ জনের নমুনা পরীক্ষায় ৫৩ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। তাদের মধ্যে নগরের ৩০ জন এবং উপজেলার ২৩ জন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ১৭ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ২৫ জন ও শেভরণ হাসপাতাল ল্যাবে একজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

একই সময়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ছয়জন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে দুইজন এবং ইপিক হেলথ কেয়ার ল্যাবে দুইজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

এখন পর্যন্ত চট্টগ্রামে মোট শনাক্ত ১ লাখ ৮০১ জন। এছাড়া মোট মৃতের সংখ্যা দাঁড়ালো এক হাজার ২৬৮ জনে।

এই বিভাগের আরও খবর