chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

গুজরাটের মুখ্যমন্ত্রীর পদত্যাগ

ডেস্ক নিউজ: ভারতের গুজরাটের মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন বিজয় রুপানি।

শনিবার তিনি রাজ্যের রাজভবনে গভর্নর বা রাজ্যপাল আচার্য্য দেবব্রতের কাছে তার পদত্যাগপত্র জমা দেন। খবর টাইমস অব ইন্ডিয়ার।

ইস্তফা দেওয়ার পরে বিজয় রুপানি বলেন, নরেন্দ্র মোদির নেতৃত্বেই বিজেপি গুজরাটে বিধানসভা ভোটে লড়বে।গুজরাটে আগামী বছর বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত ভোট হওয়ার কথা।
তিনি বলেন, সময়ের সঙ্গে সঙ্গে দায়িত্ব বদলায়।

এবার দায়িত্ব যাবে অন্য কারও কাছে। আমাকে দল যে দায়িত্ব দেবে, তা পালন করব।

করোনার ধাক্কায় রাজ্যের অর্থনীতি ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এমন পরিস্থিতিতেও বিজেপি নেতৃত্ব গুজরাটের কথা না ভেবে রাজনৈতিক সমীকরণ মেলানোর চেষ্টা করে যাচ্ছেন বিজয় রুপানি, এমনটাই দাবি কংগ্রেস নেতাদের।
২০১৬ সালে বিজয় রুপানি গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। এ নিয়ে গত দু’মাসে তিন রাজ্যে মুখ্যমন্ত্রী পালটে ফেলল বিজেপি। কর্ণাটক এবং উত্তরাখণ্ডের পরে এবার গুজরাটের মুখ্যমন্ত্রী পরিবর্তনের সিদ্ধান্ত বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।

এই বিভাগের আরও খবর