হালিশহর থানা ছাত্রলীগ ও যুবলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
জামাত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবি
চট্টলা ডেস্ক : স্বাধীনতা বিরোধী মৌলবাদী জঙ্গী সংগঠন জামাত শিবীরের রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে হালিশহর থানা ছাত্রলীগ ও যুবলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম ছামদানি জনির নেতৃত্বে বিডিআর মাঠ, চুনা ফ্যাক্টরি মোড়, বাস স্ট্যান্ড সড়ক প্রদক্ষিণ করে বি-ব্লক এস ক্লাব মোড়ে এসে মিছিল শেষ হয়।
মিছিল শেষে উক্ত সমাবেশে হালিশহর থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক নওশাদ আলীর সভাপতিত্বে এবং হালিশহর থানা ছাত্রলীগের সদস্য ইমরান খান আরভীর সঞ্চালনায় বক্তব্য প্রদান করেন অতিথিরা।
উক্ত সমাবেশের প্রধান অতিথি নগর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম ছামদানি জনি বলেন, পেট্রোল বোমার ঝলসানো বাংলাদেশ বাতাসে লাশের পোড়া গন্ধ মানুষ হত্যার বিভৎস উৎসব বাংলার মানুষ আর দেখতে চায় না।
উক্ত মিছিলে আরো উপস্থিত ছিলেন হালিশহর থানার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মৌহিবুল হক সৌয়ব, সিনিয়র সদস্য এ.কে.আরিফ খান,১১ নং দক্ষিণ কাট্টলি ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মাহফুজ আহমেদ ফাহিম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান রনি, কুয়েত শাখা ছাত্রলীগের সহ সম্পাদক সাব্বির আহাম্মেদ শামীম, যুবলীগ নেতা সুফিয়ান রুবেল,সম্রাট রিগান, মোঃ রিপন,লিটন, ফাহিম রাজ সহ ১১ নং ওয়ার্ড ছাত্রলীগের শামীম,সাইমুন,জুবায়ের,পারভেজ,আলি,ফাহাদ,ফুহাদ এবং ২৬ নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা সাজিদুল করিম,শুভ,ফাহিম,নাদিম,তানজিদ,শরীফ সহ প্রমুখ।
জেএইচ/চখ