chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সীতাকুণ্ডে মসজিদের পুকুর থেকে ৮ ফুট লম্বা সঙ্খিনী সাপ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মসজিদের পুকুর থেকে জালে আটকানো অবস্থায় একটি সঙ্খিনী সাপ উদ্ধার করা হয়েছে।

আজ শুক্রবার বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলার দক্ষিণ কেদারখীল জামে মসজিদের পুকুর পাড় থেকে সাপটি উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া সাপটি প্রায় সাড়ে ৮ ফুট লম্বা। ‘সঙ্খিনী’ বা ভোতালেজ কেউটে বা ডোরা কাল কেউটে বা ডোরা ‘সঙ্খিনী’ বলা হয়ে থাকে।

এটি এলাপিডি পরিবারভুক্ত এক প্রকার বিষধর সাপ বলে স্থানীয় সূত্রে জানা যায়।

সঙ্খিনী সাপ উদ্ধারের তথ্যটি নিশ্চিত করেছেন দক্ষিণ কেদারখিল জামে মসজিদের সাধারণ সম্পাদক সাংবাদিক মো. নজরুল ইসলাম। তিনি বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে এসে জালে আটকানো অবস্থায় একটি সঙ্খিনী সাপ উদ্ধার করা হয়।

প্রায় সাড়ে ৮ ফুট লম্বা সাপটি জীবিত এবং পুরোপুরি সুস্থ আছে জানিয়ে বন কর্মকর্তাদের মাধ্যমে শিগগিরই সাপটিকে বনে অবমুক্ত করা হবে জানায় এ সাংবাদিক।

জেএইচ/চখ

এই বিভাগের আরও খবর