chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

এহসান গ্রুপের চেয়ারম্যান রাগীব সহযোগীসহ গ্রেফতার

টাকা আত্মসাতের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: এহসান গ্রুপের চেয়ারম্যান মুফতি রাগীব আহসান ও তাঁর সহযোগীকে গ্রেফতার করেছে র‌্যাপিড আ্যকশন ব্যাটালিয়ন (র‌্যাব)

১৭ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে।

আজ শুক্রবার সকালে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক এন এম ইমরান খান বিষয়টি নিশ্চিত করেছেন।

আজ বিকেলে র‌্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ব্যাপারে বিস্তারিত তুলে ধরা হবে বলেও জানান তিনি।

জানা গেছে ‘এহসান মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড’, ‘এহসান রিয়েল এস্টেট অ্যান্ড বিল্ডার্স লিমিটেড’ খুলেছিল কোম্পানিটি।

গ্রাহকের টাকা নিয়ে প্রতিষ্ঠানের নামে জমি না কিনে কেনা হয় রাগীব আহসান এবং তাঁর আত্মীয়স্বজনের নামে। সেসব জমির ৯০ শতাংশ গোপনে বিক্রি করে টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। এ গ্রুপের ১৭টি প্রতিষ্ঠানের ১৬টিই উধাও হয়ে গেছে বলে জানা গেছে।

গ্রুপটির বিরুদ্ধে লক্ষাধিক গ্রাহকের সঙ্গে প্রতারণার মাধ্যমে ১৭ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এসব অভিযোগের সূত্র ধরে অভিযান চালিয়ে গ্রুপের চেয়ারম্যান মুফতি রাগীব আহসান ও তাঁর সহযোগীকে গ্রেফতার করে র‌্যাব।

আরও পড়ুন: হাজারী গলিতে জেলা প্রশাসনের অভিযান, ১০ লাখ ৯৩ হাজার টাকা জরিমানা

আরএসপি/জেএইচ/চখ

এই বিভাগের আরও খবর