chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় মসজিদের ইমামের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় এক মসজিদের ইমামের মৃত্যু হয়েছে। পিকআপের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে আরও তিনজন আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার বিকেলে হাটহাজারী-নাজিরহাট সড়কের চারিয়া নয়াহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইমামের নাম হারুনুর রশিদ (৪৫)। আহতরা হলেন- মো. সুলতান (৩০) ও মো. আজম (২৫)। এ ছাড়া আরেকজনের নাম এখনো জানা যায়নি।

দুর্ঘটনার তথ্যটি নিশ্চিত করেছেন হাটহাজারী উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এএসএম ইমতিয়াজ হোসাইন।

তিনি বলেন, ‘সড়ক দুর্ঘটনায় হারুনুর রশিদ নামের একব্যক্তি নিহত হয়েছেন। অপর দুইজনের আঘাত গুরুতর হওয়ায় তাদেরকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।’

এমআই/চখ

এই বিভাগের আরও খবর