chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চান্দগাঁওয়ে চাপাতি ও টিপ ছোরাসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ে বিশেষ অভিযান চালিয়ে দুজনকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১টি চাপাতি, ১টি টিপ ছোরা ও ১টি ব্যাগ উদ্ধার করা হয়।

গতকাল বুধবার (৮ সেপ্টেম্বর) রাত ১১টার সময় চান্দগাঁও থানাধীন আবাসিক বি-ব্লক সংলগ্ন এলাকা থেকে এ দুজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন- মো. সেলিম খান (৩২) ও মো. শাহেদ (২৮)।

তথ্যটি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার এসআই রফিকুল ইসলাম। তিনি বলেন, ভয়ভীতি প্রদর্শন করে অপরাধ কার্যক্রম পরিচালনার লক্ষ্যে অস্ত্র-শস্ত্র নিয়ে কয়েকজন যুবক অবস্থান করছে- এমন তথ্য পেয়ে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করা হয়।

এসময় চাপাতি, টিপ ছোরা ও ব্যাগসহ দুজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

আরএস/এমআই

এই বিভাগের আরও খবর