ভুজপুরে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক: ভুজপুর থানায় সড়ক দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে হারুয়ালছড়ি এলাকায় একটি ট্রলি গাড়ি মোটরসাইকেলকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম ওবায়দুর রহমান (৪ মাস)। সে একই এলাকার তৌহিদুর রহমানের ছেলে।
দুর্ঘটনার তথ্যটি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দীন তালুকদার।
তিনি বলেন, একটি ট্রলি গাড়ি মোটরসাইকেলকে ধাক্কা দিলে মোটরসাইকেল চালক তৌহিদুর রহমান, তার স্ত্রী ও শিশু সন্তান ওবায়দুর রহমান আহত হয়।
দুপুর সোয়া ১টার দিকে চমেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে শিশু ওবায়দুর রহমানকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এমআই/চখ