সীতাকুণ্ডে ফাঁসিতে ঝুলে এক প্যারালাইস রোগীর আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক : সীতাকুণ্ডে ফাঁসিতে ঝুলে এক প্যারালাইসড রোগীর আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকালে পৌরসদর পশ্চিম আমিরাবাদ এলাকায় ঘরের চালের বিমে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন প্যারালাইস রোগী আশিষ চৌধুরী (৫৫)।
জানা গেছে, তার সাথে ঘরে পাশে থাকতো না স্ত্রী। তিনি নিঃসন্তান ছিলেন। অসুস্থ অবস্থায় একা পড়ে থাকতো বাসায়। এই অভিমানে আত্মহত্যা করেন তিনি ।
আশিষ চৌধুরী স্থানীয় মৃত শচীন্দ্র (প্রকাশ) মন্টু চৌধুরীর ছেলে।
বৃহস্পতিবার সকাল ৮ টায় স্থানীয়রা এ ঘটনা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।
বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর পায়েল। এই ঘটনায় সীতাকুণ্ড মডেল থানায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে ।
এসএএস/নচ