chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ইপিজেডে নিখোঁজ শিশুর লাশ মিলল সমুদ্রপাড়ে

নিজস্ব প্রতিবেদক : নগরীর ইপিজেড থানার খেজুরতলা থেকে নিখোঁজ শিশু রাজ কুমার দাশের (১০) মরদেহ সমুদ্রপাড় স্লুইসগেট এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১ টার দিকে তার মরদেহ উদ্ধার করে ইপিজেড থানা পুলিশ।

নিহত রাজ কুমার কক্সবাজারের পলাশ দাশের ছেলে। তার পরিবার বন্দরটিলা নেভীগেট এলাকার আলীশাহ রোডে ভাড়া বাসায় থাকতেন।

মামলার তদন্তকারী ও ইপিজেড থানার এসআই রানা চৌধুরী বলেন, বুধবার বিকালে বন্ধুদের সাথে খেলতে গিয়ে শিশুটি নিখোঁজ হয়। এ ঘটনায় নিহতের অভিভাবক থানায় একটি অভিযোগ দায়ের করলে পুলিশ উদ্ধার অভিযানে নামে। পরে রাত সাড়ে ১১ টার দিকে স্থানীয়দের খবরে খেজুরতলা স্লুইসগেট এলাকার সমুদ্র পাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

তিনি বলেন, সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।

এসএএস/নচ

এই বিভাগের আরও খবর