সীতাকুণ্ডে ট্রেন থেকে নামতে গিয়ে কাটা পড়ে যাত্রী নিহত
নিজস্ব প্রতিবেদক : সীতাকুণ্ডে রেল স্টেশনে ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছে এক যাত্রী।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭ টার দিকে সীতাকুণ্ড রেল স্টেশনে ট্রেন না থামার আগে নামতে গিয়ে কাটা পড়ে মোহাম্মদ মাহাবুব (২০) নামের এক যাত্রীর মৃত্যু হয়েছে।
সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ জানিয়েছে, ট্রেন থেকে অসাবধানতাবশত নামতে গিয়ে কাটা পড়ে মোহাম্মদ মাহাবুবের মৃত্যু হলে আমরা তার লাশ উদ্ধার করে চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করেছি ।
নিহত মাহাবুব মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানার হাসকান্দি মধোরচর এলাকার দুলাল মিয়ার ছেলে বলে জানা গেছে ।
এসএএস/নচ