chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

আ’লীগের কার্যনির্বাহী সংসদের সভা শুরু

উপস্থিত আছেন ৫৩ জন নেতা

চট্টলা ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও আগামী বছর জাতীয় কাউন্সিলকে সামনে রেখে সাংগঠনিক রোডম্যাপ নির্ধারণে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভা শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার সরকারি বাসভবন গণভবনে এই সভা শুরু হয়।

বৈঠকে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের ৫৩ জন নেতা উপস্থিত রয়েছেন।

দলের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠেয় বৈঠকে ক্ষমতাসীন দল হিসেবে সমসাময়িক ইস্যুসহ নানা বিষয়ে সাংগঠনিক রোডম্যাপ নির্ধারণ করবে আওয়ামী লীগ। পাশাপাশি আগামী জাতীয় নির্বাচনকে লক্ষ্য রেখে তৃণমূল থেকে সংগঠনকে সুসংগঠিত করার কৌশলও নির্ধারণ করবে দলটি।

করোনাভাইরাস সংক্রমণের মধ্যেই গত বছরের ৩ অক্টোবর দলটির সর্বশেষ কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে স্বাস্থ্যবিধি মেনে কার্যনির্বাহী সংসদের ৮১ সদস্যের মধ্যে ৩২ জন উপস্থিত ছিলেন। এক বছর পর অনুষ্ঠেয় বৈঠকে উপস্থিত আছেন ৫৩ জন নেতা।

দলের একাধিক সূত্র জানিয়েছে, বৈঠকে উপস্থিত হওয়ার আমন্ত্রণ পাওয়া নেতাদের করোনা পরীক্ষা করা হয়েছে মঙ্গলবার (৭ সেপ্টেম্বর)। পরীক্ষায় যারা নেগেটিভ হয়েছেন তারাই বৈঠকে উপস্থিত থাকতে পারবেন।

জেএইচ/চখ

এই বিভাগের আরও খবর