chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

উত্তর মেসিডোনিয়ার হাসপাতালে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: উত্তর মেসিডোনিয়ায় কোভিড-১৯ এর চিকিৎসার জন্য নিবেদিত একটি হাসপাতালে আগুন লেগে মারা গেছেন অন্তত ১০ জন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ফুটেজে দেখা গেছে, টেটোভো শহরের প্রধান সড়ক সংলগ্ন একটি ভবন থেকে আগুনের লেলিহান শিখা এবং কালো ধোঁয়া বাতাসে ছড়িয়ে পড়ছে।

বুধবার স্থানীয় সময় রাত নয়টার দিকে আগুনের সূত্রপাত হয়। এর এক ঘণ্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী। এসময় তাৎক্ষণিকভাবে দশ জনের মরদেহ উদ্ধার করা হয়। তবে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী ভেঙ্গো ফিলিপস।

তিনি তার টুইটারে টুইট করে জানান, ‘এটি একটি শোকের দিন, আগুনের ঘটনায় দগ্ধ বেশ কয়েকজন রোগীকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর হাসপাতালে পাঠানো হয়েছে।’

এন-কে

এই বিভাগের আরও খবর