ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা
ডেস্ক নিউজ: আগামী ১৭ অক্টোবর শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে ভারত।
বুধবার(৮সেপ্টেম্বর) দেশটির ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা (বিসিসিআই) দল ঘোষণা করে।
দলে যারা জায়গা পেয়েছেন তারা হলেন- বিরাট কোহলি, রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডে, ঋষভ পন্থ, শার্দুল ঠাকুর, যশপ্রীত বুমরা, দীপক চাহার, মুহাম্মদ শামি, ঈশান কিষাণ, কেএল রাহুল, শ্রেয়স আইয়ার, রবীন্দ্র জাডেজা, বরুণ চক্রবর্তী, ভুবনেশ্বর কুমার, রাহুল চাহার, রবিচন্দ্রন অশ্বিন ও অক্ষর পটেল।
১৭ অক্টোবর থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভারতের প্রথম খেলা ২৪ অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে। ৩১ অক্টোবর নিউজিল্যান্ডের মুখোমুখি হবেন বিরাট কোহলিরা। ৩ নভেম্বর আফগানিস্তানের বিরুদ্ধে খেলবে ভারত। সূত্র: আনন্দবাজার।