অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, জরিমানা-মামলা
নিজস্ব প্রতিবেদক: অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে রাব্বি ফুড প্রোডাক্টস নামের একটি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ফুটপাতে মালামাল রেখে চলাচলে বিঘ্ন ঘটায় ৫ প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা ও মামলা দায়ের করা হয়।
বুধবার (৮ সেপ্টেম্বর) নগরের হালিশহর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নিবার্হী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস।
হালিশহরে অভিযানের সময় নোংরা পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রির দায়ে রাব্বি ফুড প্রোডাক্টসের বিরুদ্ধে দুইটি মামলা ও ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস সড়ক ও ফুটপাতের ওপর অবৈধভাবে দোকানের মালামাল রাখায় ৫ প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে মামলা ও জরিমানা করেন।
এসময় চসিকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও আইন শৃঙ্খলা বাহিনী উপস্থিত ছিল।
আরকে/এমআই