chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চবিতে ‘শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার’স্থাপনের ভূমি পরিদর্শনে প্রতিনিধি দল

নিজস্ব প্রতিবেদক : ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব মো. সাখাওয়াৎ হোসেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার’ স্থাপনের ভূমি পরিদর্শনে আসেন।

পরিদর্শন শেষে বুধবার (৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২ টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতারের সাথে উপাচার্যের অফিস কক্ষে এক মতবিনিময় সভায় মিলিত হন।

এ সময় চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসান, চবি প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া, চবি আইসিটি’র পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ খাইরুল ইসলাম, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) ছৈয়দ জাহাঙ্গীর ফজল, এস্টেট শাখার প্রশাসক ড. মো. মইনুল ইসলাম উপস্থিত ছিলেন।

উপাচার্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার’ এর জন্য বরাদ্দকৃত ভূমি বিষয়ে তাঁকে অবহিত করেন। এসময় উপাচার্য বলেন, বিশ্বব্যাপি আধুনিক প্রযুক্তির অভাবনীয় অগ্রগতির সাথে তাল মিলিয়ে চলতে হলে জ্ঞান-বিজ্ঞানের নব নব উদ্ভাবন সম্পর্কে শিক্ষার্থীদের সম্যক ধারণা থাকতে হবে।

তিনি আরও বলেন, চবিতে ‘শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার’ নির্মাণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উক্ত আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার স্থাপিত হলে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তথ্য-প্রযুক্তিতে অধিকতর সমৃদ্ধ হবে বলেও উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন।

এসএএস/জেএইচ/চখ

এই বিভাগের আরও খবর