chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চলে গেলেন তামিল গীতিকবি পুলামাইপিথান

বিনোদন ডেস্ক: জনপ্রিয় তামিল কবি ও গীতিকার পুলামাইপিথান মারা গেছেন। রামাসামি নামে অধিক পরিচিত এ কবি আজ বুধবার সকালে ৮৫ বছর বয়সে মৃত্যুবরণ করেন।

ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবলের খবর, বার্ধক্যজনিত কারণে আজ সকালে মারা গেছেন পুলামাইপিথান। চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনীতিক ও ভক্তরা তাঁর মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছেন।

গত ২৮ আগস্ট তাঁকে ফোর্টিস মালার হাসপাতালে ভর্তি করা হয়। তিনি লাইফ সাপোর্টে ছিলেন।

এমজিআর, শিবাজি গণেশন, রজনীকান্ত ও কমল হাসানের মতো তারকাদের সিনেমার গানের কথা লিখেছেন এ গীতিকার। সবশেষ ২০১৬ সালে থালাপতি বিজয়ের ‘থেরি’ সিনেমার একটি গানের কথা লেখেন তিনি। গানটি গেয়েছিলেন জয়শ্রী। পুলামাইপিথান প্রায় ১০০টি কবিতা লিখেছেন।

এন-কে

এই বিভাগের আরও খবর