chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

লাদাখ থেকে মালদ্বীপে

বিনোদন ডেস্ক: কিছু দিন আগে ভারতের লাদাখ ভ্রমণ করেছিলেন বলিউড ডিভা সারা আলি খান। পাহাড়-পর্বতবেষ্টিত লাদাখের অপরূপ সৌন্দর্যের কিছু দৃশ্য ভক্তদের সঙ্গে ভাগাভাগিও করেছিলেন। কিন্তু মিটছে না সারার ভ্রমণপিপাসা। উড়াল দিয়েছেন আরেক নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি মালদ্বীপে।

এখন সারা মালদ্বীপের সৌন্দর্য উপভোগ করছেন আর সামাজিক পাতায় কিছু বিচ হলিডের স্থিরচিত্র শেয়ার করছেন।

একটি ছবিতে দেখা যাচ্ছে, বন্ধুর সঙ্গে পোজ দিয়েছেন সারা, সেখানে নিজের জন্মদিন উদযাপন করছেন তিনি। বন্ধুকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ভোলেননি অভিনেত্রী। আরেক ছবিতে দেখা যাচ্ছে, সারার হাতে বাইসাইকেল।

সারা আলি খানকে আগামীতে অক্ষয় কুমার ও ধানুশ অভিনীত ‘অতরঙ্গি রে’ সিনেমায় দেখা যাবে। তাঁকে সবশেষ ডেভিড ধাওয়ান পরিচালিত ও বরুণ ধাওয়ান অভিনীত ‘কুলি নাম্বার ওয়ান’ সিনেমায় দেখা গেছে।

এন-কে

এই বিভাগের আরও খবর