chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

মিরসরাইয়ে দুই কাভার্ড ভ্যানের সংঘর্ষে নিহত ২

আহত ১

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। বুধবার (৮ সেপ্টেম্বর) সকাল সোয়া নয়টার দিকে মিরসরাইয়ের ওয়াহেদপুরের বড়কমলদহ ডাকঘর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

কুমিরা হাইওয়ে থানার ওসি আমির ফারুক বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড় কমলদহ এলাকায় একটি কার্ভাড ভ্যানকে পেছন থেকে আরেকটি কাভার্ড ভ্যান ধাক্কা দেয়। এতে পেছনে ধাক্কা দেওয়া কার্ভাড ভ্যানটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। আর ভেতরে থাকা দুইজন ঘটনাস্থলেই মারা যান।

তবে নিহতদের নাম-পরিচয় প্রাথমিকভাবে জানাতে পারেননি তিনি। দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়েছে বলেও জানান ওসি ফারুক।

এসএএস/জেএইচ/চখ

এই বিভাগের আরও খবর