নদীর স্রোতে তলিয়ে গেল শ্রমিক
নিজস্ব প্রতিবেদক: কক্সবাজার সদরের খরুলিয়ায় বাঁকখালী নদীর স্রোতের তোড়ে তলিয়ে গেছেন এক শ্রমিক। আজ মঙ্গলবার নদীর ভাঙ্গন রোধে জিও ব্যাগ ফেলার সময় নৌকা থেকে ছিটকে পড়ে তলিয়ে যান ওই শ্রমিক।
ওই শ্রমিকের নাম দেলোয়ার হোসেন (১৮)। তিনি খরুলিয়া ইউনিয়নের মৌলভী পাড়ার মোহাম্মদ ইউসুফের ছেলে।
খরুলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান টিপু সুলতান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বাঁকখালী নদীর ভাঙ্গন রোধে জিও ব্যাগ ফেলার সময় নৌকা নিয়ে এপার থেকে ওপারে যাচ্ছিলেন শ্রমিকরা। এ সময় নৌকা থেকে ছিটকে পড়ে ৪ জন শ্রমিক। ৩ জন সাঁতরে তীরে উঠলেও দেলোয়ার তীব্র স্রোতে তলিয়ে যান।
তিনি আরও বলেন, স্থানীয় লোকজন ও কক্সবাজারের দমকল বাহিনী ব্যাপক খোঁজ করলেও রাত ৮টা পর্যন্ত তার সন্ধান মিলেনি। তাকে উদ্ধার করতে চট্টগ্রাম থেকে ডুবুরি দল আনা হচ্ছে বলেও জানান তিনি।
এমআই/চখ