কর্ণফুলীতে জাহাজ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের কর্ণফুলী নদীতে জাহাজ থেকে পড়ে আব্দুর রশিদ (৫১) নামে এক শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে।
আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে নদীতে জোয়ারের সময় পাশে থাকা অপর এক জাহাজের সঙ্গে ধাক্কা লেগে এফ বি মাগফেরাত নামক জাহাজ থেকে পড়ে ওই শ্রমিকের মৃত্যু হয়।
নিহত আব্দুর রশিদ জাহাজটির হেড অব সেইল পদে কর্মরত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ তথ্য নিশ্চিত করেছেন চমেক পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) মোহাম্মদ আশিক।
তিনি বলেন, আজ মঙ্গলবার বিকেলে কর্ণফুলী নদীতে অবস্থান করা একটি জাহাজ থেকে গুরুতর আহত এক শ্রমিককে চমেক হাসপাতালে নিয়ে আসে তার সহকর্মীরা। এসময় হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরএস/এমআই