chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

কাল হাটহাজারী মাদ্রাসার শূরা কমিটির বৈঠক

নিজস্ব প্রতিবেদক: হাটহাজারীর আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসায় আগামীকাল বুধবার (৮ সেপ্টেম্বর) শূরা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। মাদ্রাসার মহাপরিচালক ও শাইখুল হাদিস নির্ধারণে অনুষ্ঠিত হবে এ বৈঠক।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন আল্লামা শাহ আহমদ শফী (রহ.)। গত বছর ছাত্রদের আন্দোলনের তোপের মুখে তিনি এ ‘পদ’ থেকে পদত্যাগ করেন। তখন থেকে ‘মহাপরিচালক’ পদে আর কাউকে দায়িত্ব দেয়া হয়নি।

এরপর থেকে তিনজন সিনিয়র শিক্ষকের একটি প্যানেল মাওলানা আব্দুস ছালাম চাটগাঁমী, আল্লামা শেখ আহমদ, মাওলানা ইয়াহিয়া মুহতামিমের মাধ্যমে পরিচালিত হয়ে আসছে হাটহাজারী মাদ্রাসা।

হাটহাজারী মাদ্রাসার শূরা সদস্য ও ফতেপুর নছেরুল উলুম মাদ্রাসা মহাপরিচালক মাওলানা মাহমুদুল হাসান বলেন, আগামীকাল বুধবার সকাল ৯ টায় হাটহাজারী মাদরাসার শূরা সদস্যদের বৈঠক হবে। এতে নির্ধারিত হবে মহাপরিচালক, সহকারী মহাপরিচালক ও শায়খুল হাদিসসহ শিক্ষা পরিচালক।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর