নাজিরহাট মাদরাসার নতুন মতোয়াল্লী জিহাদী
নিজস্ব প্রতিবেদক: হেফাজত ইসলামের মহাসচিব মাওলানা নুরুল ইসলাম জিহাদী চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহ্যবাহী কওমী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া নছিরুল ইসলাম নাজিরহাট মাদরাসার নতুন মতোয়াল্লী নির্বাচিত হয়েছেন।
তাছাড়া নতুন তিন সদস্যকে মাদ্রাসাটির শূরা কমিটিতে নিয়োগ দেয়া হয়। শূরার নতুন সদস্যরা হলেন- হাটহাজারী মাদ্রাসার মাওলানা ইয়াহিয়া, হাটহাজারী মেখল মাদ্রাসার পরিচালক মাওলানা ওসলাম ও বিবিরহাট তালিমুদ্দিন মাদ্রাসার পরিচালক মাওলানা মুফতি ওসমান।
আজ মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটা থেকে শুরু হওয়া শূরার বৈঠক দুপুর আড়াইটার দিকে শেষ হয়। বৈঠকে এসব সিদ্ধান্ত গৃহীত হয়।
এসব তথ্য নিশ্চিত করেছেন মাদরাসাটির পরিচালক মুফতি হাবিবুর রহমান কাসেমীর ছেলে মাওলানা মাসউদুর রহমান চৌধুরী। তিনি বলেন, ‘আল্লামা জুনায়েদ বাবুনগরীর শূন্য পদে শূরার সদস্যদের ভোটে মাদ্রাসার নতুন মতোয়াল্লী নির্বাচিত হয়েছেন মাওলানা নুরুল ইসলাম জিদাহী।
এসময় শূরা কমিটিতে নতুন তিনজনকে সদস্য করা হয়। তবে মাদ্রাসার পরিচালকসহ শূরা কমিটির সদস্যরা স্ব-স্ব পদে বহাল থাকবেন। এসময় বৈঠকে হেফাজতের আমির মহিব্বুল্লাহ বাবুনগরী, মহাসচিব নুরুল ইসলাম জিহাদীসহ শুরার সদস্যরা উপস্থিত ছিলেন।
এদিকে শূরা বৈঠক উপলক্ষে নাজিরহাট এলাকায় ফটিকছড়ি থানা পুলিশের একটি ফোর্সসহ জেলার অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল।
উল্লেখ্য, হেফাজতে ইসলামের প্রয়াত আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরী জামিয়া নাজিরহাটের সাবেক মতোয়াল্লী ছিলেন। গত ১৯ আগস্ট বাবুনগরীর মৃত্যুর পর এ পদটি শূন্য হয়ে পড়ে। সেই শূন্যপদ পূরণে অবশেষে আজ সোমবার শূরা বৈঠক ডাকা হয়।
আরএস/এমআই