chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

স্বামীকে নিয়ে দীপিকার অভিযোগ, রণবীরকে সরাসরি কল অমিতাভের!

বিনোদন ডেস্ক: বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন সঞ্চালিত টিভি রিয়েলিটি শো ‘কৌন বানেগা কৌড়পতি’র ১৩তম মৌসুম চলছে। একটি পর্বে বিশেষ অতিথি দীপিকা পাড়ুকোন ও ফারাহ খান, যেটি শিগগিরই সম্প্রচার হবে।

ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবলের খবর, সম্প্রতি কেবিসির ওই পর্বের জন্য শুট করেছেন দীপিকা পাড়ুকোন। একটি ক্লিপ প্রকাশ করা হয়েছে সামাজিক পাতায়। সেখানে দেখা যাচ্ছে, অন-স্ক্রিন বাবা অমিতাভ বচ্চনের কাছে স্বামী রণবীর সিংয়ের বিরুদ্ধে অভিযোগ পেশ করেছেন দীপিকা। কী সেই অভিযোগ?

ভিডিওতে দেখা যায়, অমিতাভ বচ্চনকে দীপিকা বলছেন, যখন রণবীরের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল, তখন তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন সকালের নাশতা বানাবেন, কিন্তু বিয়ের পরে কখনও তা করেননি রণবীর। এ কথা শোনার পরে বিগ বচ্চন সরাসরি কল করেন রণবীরকে। তার পর কিছু পরামর্শ দেন। এর পর রণবীর দীপিকাকে প্রতিশ্রুতি দেন, তিনি স্ত্রীর জন্য ব্রেকফাস্ট তৈরি করবেন। শুধু তা-ই নয়, খাইয়েও দেবেন। সিং ওমলেট বানানোর প্রতিশ্রতি দেন।

দীপিকা পাড়ুকোন ও ফারাহ খানের এ বিশেষ পর্ব সম্প্রচার হবে গণেশ চতুর্থী উপলক্ষে।

এন-কে

এই বিভাগের আরও খবর