chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

নগরীতে চোরাই জ্বালানি তেলসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক: নগরীতে চোরাই জ্বালানি তেলসহ ২ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)। এসময় তাদের কাছ থেকে ২ হাজার ২৮০ লিটার চোরাই জ্বালানি তেল উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন- মো. শরীফ (২৮) ও মো. জাহিদ রানা (২৮)।

আজ সোমবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার।

তিনি বলেন, ইপিজেড এলাকায় অবৈধ উপায়ে বেচাকেনার জন্য চোরাই জ্বালানি তেল মজুদ করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার সন্ধ্যায় অভিযান চালিয়ে ২ জনকে আটক করা হয়।

তাদের দেখানোমতে নিজ দখলে থাকা ১২টি ড্রাম থেকে চোরাই ২ হাজার ২৮০ লিটার ডিজেল উদ্ধার করা হয় বলে জানান মো. নুরুল আবছার।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর