ফুটপাতে মালামাল, গুনতে হলো জরিমানা
নিজস্ব প্রতিবেদক: ফুটপাতে মালামাল রেখে পথচারীদের চলাচলে বাধা সৃষ্টি করায় দুই দোকান মালিককে ৫ হাজার ৫০০ টাকা জরিমানার পাশাপাশি মামলা করা হয়েছে।
সোমবার (৬ আগস্ট) নগরের কোতোয়ালী থানার বাটালী রোডে অভিযান চালান চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী। অভিযানে ফুটপাতে অবৈধ দোকান উচ্ছেদ ছাড়াও দুই দোকানিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় চসিক ছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরকে/এমআই