chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

মধ্যরাতে জুয়ার আসরে পুলিশের হানা, আটক ৫

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের সাতকানিয়ায় জুয়ার আসরে অভিযান চালিয়েছে পুলিশ। রবিবার মধ্যরাতে উপজেলার চরতী দুরদুরি নামক স্থানে এ অভিযান চালানো হয়।

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালালেও জুয়া খেলার সরঞ্জামসহ ৫ জনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন-, দিপাল কান্তি শীল (৩৮), মো. সোহেল আহমেদ (৩০), মো. ফজলুল করিম রাসেল (২২), সফিউল আলম (৪০) ও আব্দুর রহিম (৩৫)।

তথ্যটি নিশ্চিত করেছেন সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন। তিনি বলেন, আটককৃতদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়েরের পর তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

আরএস/এমআই

এই বিভাগের আরও খবর