chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

পাঞ্জশিরে তালেবানের বিজয় দাবি

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় পাঞ্জশির উপত্যকায় ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্ট অব আফগানিস্তানের (এনআরএফএ) সঙ্গে তুমুল লড়াইয়ের পর ওই প্রদেশের পূর্ণ নিয়ন্ত্রণ তালেবানের হাতে এসেছে বলে জানিয়েছেন গোষ্ঠীটির মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ।

সোমবার (৬ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে পাঞ্জশির দখলের খবর জানায় তালেবান। তবে এ ব্যাপারে এনআরএফ নেতা আহমদ মাসুদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এর আগে, সংলাপের মাধ্যমে পাঞ্জশিরের লড়াই নিষ্পত্তি করতে আলেমদের দেওয়া প্রস্তাবকে স্বাগত জানিয়ে আহমদ মাসুদ জানিয়েছিলেন, তালেবানের সঙ্গে কথা বলতে তারা প্রস্তুত।

১৫ আগস্ট তালেবান আফগানিস্তানের রাষ্ট্রক্ষমতা দখল করে। শুধুমাত্র পাঞ্জশির প্রদেশ তালেবান নিয়ন্ত্রণের বাইরে ছিল। স্থানীয় প্রতিরোধ বাহিনীর সদস্যরা পর্বতঘেরা পাঞ্জশির উপত্যকা থেকে তালেবানের বিরুদ্ধে প্রতিরোধ চালিয়ে যাচ্ছিল।

স্থানীয় কয়েকটি সূত্র জানিয়েছে, পাঞ্জশির দখল করতে গিয়ে তালেবানের অন্তত ছয়শ’ সদস্যের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন সহস্রাধিক।

এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত কয়েকটি ছবিতে তালেবান যোদ্ধাদের পাঞ্জশিরের গর্ভনর ভবনের গেটের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

অন্যদিকে, তালেবান যোদ্ধারা পাঞ্জশির প্রদেশের রাজধানী বাজারাকে ঢুকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ জব্দ করেছে বলে রোববার জানিয়েছিলেন তালেবান মুখপাত্র বিলাল কারিমি।

জেএইচ/চখ

এই বিভাগের আরও খবর